জামিন না পেয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ঘাটাল মহকুমা আদালতের আইনজীবী ও ঘাটাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দয়াময় চক্রবর্তী। পুকুরকে বাস্তু জমি দেখিয়ে জালিয়াতি করার অভিযোগে
চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘাটাল শহরে। ছুটি ক্লাবের তরফে অভিযোগ করা হলে দেখা যায় কোন্নগরের রাজকুমার সাঁতরা একটি পুকুরকে বাস্তু জমি দেখিয়ে পৌরসভায় বাড়ি করার প্ল্যান অনুমোদিত করেছেন, এবং এই কাজে তাকে সহায়তা করেছেন ঘাটাল মহকুমা আদালতের আইনজীবী ও ঘাটাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দয়াময় চক্রবর্তী।
বিএলআরও দফতর থেকে অভিযোগ দায়ের হলে রাজকুমার বাবুকে গ্রেফতার করা হয়। কিন্তু দয়াময়বাবু ফেরার হয়ে যান। আজ পর্যন্ত জামিন না পেয়েও
দয়াময় বাবুকে আবার ঘাটাল শহরে দেখা যাচ্ছে এমনকি প্রশাসনিক কর্তাদের সাথে ঘুরতেও দেখা যাচ্ছে বলে অভিযোগ। এমনকি পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে তিনি। মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে মাদার হাট উদ্বোধনের আগে প্রশাসনিক ব্যক্তিদের পাশে ঘুরতে দেখা গেল তাকে।