পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান উড়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার ইচ্ছা নিয়ে। তবে তাঁর যাবতীয় আশায় কার্যত জল ঢেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাউডি মোদীর মত মেগা শোতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিলেন মোদী, তা পাকিস্তানের হজম করা সত্যিই কঠিন।
এদিন হাউডি মোদী অনুষ্ঠানে দাঁড়িয়ে পরোক্ষে পাকিস্তানকেই বার্তা দিলেন ট্রাম্প। পরিষ্কার জানালেন সন্ত্রাসবাদ দুই দেশের কাছেই বড় চ্যালেঞ্জ। নিজেদের সীমান্ত তাই সুরক্ষিত করার প্রয়োজন রয়েছে দুই দেশেরই। আমেরিকা বোঝে সীমান্ত সুরক্ষা কতটা জরুরি। ভারতের ক্ষেত্রেও তা সমানভাবে প্রযোজ্য।
এদিন ডোনাল্ড ট্রাম্প জানান ৩ কোটি গরীবের ক্ষমতায়ন ঘটিয়েছেন মোদী। আমেরিকা সবসময় ভারতের পাশে রয়েছে। মোদীর নেতৃত্বে ভারতের শক্তিবৃদ্ধি ঘটেছে, তাই তিনি কাজ করতে চান মোদীর সঙ্গে। ট্রাম্পের ভাষায় হোয়াইট হাউসের প্রকৃত বন্ধু মোদী। শুধু তাই নয়, ওয়াশিংটন ডিসির সবচেয়ে বিশ্বস্ত বন্ধু প্রধানমন্ত্রী মোদী।
ট্রাম্প এদিন জানান মোদী ডাকলেই তিনি ভারত সফরে যাবেন। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। সেই সম্পর্ক যথেষ্ট মজবুত। তাই অনুপ্রবেশ নিয়ে ভারতের সমস্যা বোঝে আমেরিকা। অনুপ্রবেশকারীদের কোনও জায়গা নেই আমেরিকায়। অবৈধ অভিবাসীদের বদলে নিজেদের দেশের নাগরিকদের স্বার্থ সুরক্ষিত করা বেশি জরুরি।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করছে ভারত আমেরিকা, ভবিষত্যেও করবে। ২ দেশের সম্পর্ক এক অন্য মাত্রায় গিয়ে পৌঁছেছে বলে জানান ট্রাম্প।