মথুরার শাহি ইদগাহ মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হল। মসজিদ কমিটির বিরুদ্ধে বেআইনি বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হয়। তারপরই বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। একইসঙ্গে মসজিদ কমিটির থেকে মোটা অঙ্কের জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের তরফে একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, উত্তরপ্রদেশে বেআইনি বিদ্যুত সংযোগের বিরুদ্ধে চলা অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ করা হয়েছে। শাহি ইদ্গাহ মসজিদে বেআইনি বিদ্যুৎ সংযোগ রয়েছে, এই অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়। গত ৫ ফেব্রুয়ারি এই অভিযোগ আনা হয়।
তারপরেই এই পদক্ষেপ নেওয়া হল প্রশাসনের তরফে। প্রশাসনের বিবৃতি অনুযায়ী, মথুরা জেলা পুলিশ ও বিদ্যুৎ দফতরের একটি যৌথ দল গিয়ে মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। কৃষ্ণ নগর থানায় বিদ্যুৎ আইন ২০০৩-এর ১৩৫ ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল। এই অভিযোগটি জানিয়েছিল শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি নির্মাণ ট্রাস্ট। তারপরেই প্রশাসনের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।