ধর্ষণে বাধা দেওয়ায় ৭ বছরের নাবালিকাকে ২৯ বার কুপিয়ে খুন। নৃশংস এই ঘটনায় অভিযুক্ত সাদ্দামকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল ইন্দোর আদালত। সেই সঙ্গে মৃত নাবালিকার পরিবারকে আর্থিক সাহায্য দিতে আদেশ দেওয়া হল রাজ্য সরকারকে।
ঘটনাটি ঘটে ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর। জানা গিয়েছে, আজাদ নগর এলাকায় বন্ধুদের সঙ্গে খেলছিল সাত বছর বয়সি মেয়েটি। সেই সময় সাদ্দাম জোর করে তাকে তুলে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। গোটা ঘটনা দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়দের জানায় মেয়েটির এক বন্ধু।
বিষয়টি জানতে পেরে সাদ্দামের বাড়ি ঘিরে ফেলে জনতা। তখনই বাড়ির ভিতরে ওই নাবালিকাকে নৃশংসভাবে খুন করে সাদ্দাম। ধারাল অস্ত্র নিয়ে ২৯ বার কোপ মারা হয় ওই নাবালিকাকে। আঘাতের কারণেই মৃত্যু হয় তার।
পুলিশ জানায়, ধর্ষণে বাধা দেয় নাবালিকা। তার চিৎকার শুনে ভিড় জমান স্থানীয়রা। সেই রাগেই খুন করেছে সাদ্দাম। যদিও মামলা চলাকালীন একাধিকবার নিজেকে মানসিক ভারসাম্যহীন বলে প্রমাণ করতে চেয়েছে ৩১ বছর বয়সি অভিযুক্ত সাদ্দাম। কিন্তু আদালতে পাত্তা পায়নি সেই যুক্তি। সাফ প্রমাণ হয়ে গিয়েছে, ইচ্ছাকৃতভাবেই নাবালিকাকে খুন করেছে সাদ্দাম। কয়েকদিন আগেই তাকে দোষী সাব্যস্ত করা হয়।