রাস্তা তৈরীই হয়নি, অথচ ফলক লাগানোয় ক্ষোভ বাকুঁড়া ১নং ব্লকের মাজুরিয়া গ্ৰামে

গ্ৰামের রাস্তা সিমেন্টের তৈরীর জন্য বোর্ড লাগানো হলেও আদৌ কাজই শুরু হয়নি। রাস্তা সেই ভাঙ্গাচোরা রয়ে গেছে। বাকুঁড়া ১নং ব্লকের অন্তর্গত জগদল্লা ২নং পঞ্চায়েতের মাজুরিয়া গ্ৰামে এই ঘটনায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে গ্ৰামবাসীদের মধ্যে। তাদের অভিযোগ, এক বছর আগে মাজুরিয়া গ্ৰামে ঢোকার মুখে এই বোর্ড লাগানো হয়। বছর পার হলেও কাজের কাজ কিছুই হয়নি। দেখা যায় সিমেন্টের তৈরী ফলকটি রাস্তার ধারে পড়ে রয়েছে।ফলকে পরিষ্কার উল্লেখ রয়েছে রাস্তার জন্য অনুমোদিত ব্যায় ২২,৮৭৩০:০০ টাকা, কাজ শুরুর তারিখ ২৬/৩/২২, আর্থিক বছর উল্লেখ রয়েছে ২০২১-২২সাল।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্ৰামবাসীদের বক্তব্য গ্ৰামের সরস্বতী মেলা থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত এই রাস্তাটি সিমেন্টের তৈরির কথা। সামান্য একটু রাস্তা হয়েছে, বাকিটা পড়ে আছে। বাকুঁড়া সদর কেন্দ্রের বিধায়ক রাস্তা আদৌ তৈরি হলো না অথচ ফলক লাগানো হয়েছে, মাজুরিয়া গ্ৰামের মত সারা রাজ্য জুড়েই চলছে এরকম দুর্নীতি। শুধু রাস্তা তৈরী নয়, শিক্ষা, চিকিৎসা সহ সব ক্ষেত্রেই এরকম দুর্নীতি চলছে রাজ্য জুড়ে।

এ বিষয়ে বাঁকুড়া ১নং ব্লকের আধিকারিক বলেন, গ্ৰামবাসীদের ভুল ধারণা হয়েছে। রাস্তাটির অনুমোদন হয়েছে, তারপর নিয়মমতো ফলক বসানো হয়, কিন্তু এরই মাঝে বরাদ্দ টাকা না আসায় কাজ বন্ধ রাখার নির্দেশ আসে। যার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.