তিনি নিজের মতো থাকেন। তিনি এক ও অদ্বিতীয় চেতেশ্বর পূজারা (Cheteshwar PUjara)। অথচ কারও সাতেপাঁচে না থাকা টিম ইন্ডিয়ার (Team India)’নীরব যোদ্ধা’-কে নিয়ে এই মুহূর্তে উত্তাল ভারতীয় ক্রিকেট। কিন্তু কেন? কী করলেন ৯৯তম টেস্ট খেলতে নাম্বা চেতেশ্বর? আসলে ভারতের টেস্ট ব্যাটিংয়ের মেরুদণ্ড নিজে কোনও বিতর্কে জড়াননি। তবে তাঁকে নিয়ে অদ্ভুত টুইট করে বসলেন প্রাক্তন জাতীয় নির্বাচক সুনীল যোশী (Sunil Joshi)। ভারতের প্রাক্তন অলরাউন্ডারের দাবি, অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) প্রথম টেস্টে জিততে হলে, চেতেশ্বরকে বাদ দিয়ে তাঁর জায়গায় তিন নম্বরে সূর্য কুমার যাদবকে (Suryakumar Yadav) খেলিয়ে দেওয়া উচিত। আর এই টুইট করতেই নেটিজেনরা সুনীলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি এই তালিকায় সুনীলের জাতীয় ও রাজ্য দল কর্নাটকের (Karnataka) পুরনো সতীর্থ ডোডা গণেশ (Dodda Ganesha)।
মঙ্গলবার ভোরবেলা একটি টুইট করেছেন সুনীল। সেখানে প্রাক্তন বাঁ হাতি স্পিনার লিখেছেন, ‘ভারতীয় দলের লাইন আপ কি এমন হওয়া উচিত? আমি তো পূজারার বদলে সূর্যকে সুযোগ দিতাম। তবে কুলদীপ ও অক্ষরের মধ্যে একজন বেছে নেওয়া খুব কঠিন।’