আদানি গোষ্ঠী সংক্রান্ত ইস্যুতে সংসদ থেকে রাস্তা পর্যন্ত সর্বত্র সরকারকে আক্রমণ করছে বিরোধীরা। আদানি ইস্যুতে আলোচনার দাবিতে বিরোধীরা তোলপাড় সৃষ্টি করেছে। এর কারণে সোমবার সংসদের উভয় কক্ষের কার্যক্রম স্থগিত করা হয়। তবে এই অচলাবস্থা মঙ্গলবার শেষ হতে পারে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী সোমবার সংসদে বিরোধীদের শুরু করা হট্টগোল শান্ত করতে এবং রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করতে বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। জানা গিয়েছে প্রয়োজনে মঙ্গলবারও সরকার এবং বিরোধী দলের মধ্যে আলোচনা হতে পারে।
আসলে, বিরোধীরা সকলেই আদানি গ্রুপ সম্পর্কিত ইস্যুতে একটি যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠনের দাবি করছে। বিরোধীরা বলছে, হয় জেপিসি গঠন করা উচিত নয়তো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হওয়া উচিত। এই দাবিতে অনড় থাকায় সোমবারও অচলাবস্থা অব্যাহত ছিল। হট্টগোলের কারণে উভয় কক্ষের বৈঠক একের পর এক মুলতুবি হয়ে যায় সারাদিনের জন্য। এর আগে, গত সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবারও আদানি ইস্যুতে উভয় কক্ষে বিরোধীরা হট্টগোল করেছিল।