প্রাক্তন চেলসি (Chelsea) এবং নিউক্যাসল (Newcastle) ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান আতসু (Christian Atsu) নিখোঁজ। সোমবার তুরস্কে (Turkey) আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পরে ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় ২,৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘানার আন্তর্জাতিক দলের খেলোয়াড় আতসু তুরস্কের ক্লাব হাতায়স্পোরের (Hatayspor) হয়ে খেলেন। মনে করা হচ্ছে যে তিনি যে বিল্ডিং-এ ছিলেন সেই বাড়িটি ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছে। তুর্কি মিডিয়ার সূত্রে জানা গিয়েছে, হাতায়স্পরের মুখপাত্র মুস্তাফা ওজাত (Mustafa Özat) এই কথা বলেছেন।
ওজাত বলেছিলেন যে ক্লাবের ডিরেক্টর তানের সাভুতকেও (Taner Savut) একটি ভেঙে পরা বাড়িতে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ক্লাব কর্মকর্তারা দুজনের সঙ্গেই যোগাযোগ করতে পারেননি। অন্তত আরও দুই হাতায়স্পোর খেলোয়াড়কে ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে হয়েছিল কিন্তু তারা এখন নিরাপদ রয়েছেন বলে জানিয়েছেন ওজাত। আতসু এবং সাভুত ছিলেন একমাত্র দুই হাতায়স্পোর ক্লাবের সদস্য যাদের এখনও খোঁজ পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।