Cristiano Ronaldo: রোনাল্ডোর জন্য জীবন দুর্বিষহ হয়ে উঠছে! বিস্ফোরক মন্তব্য করলেন আল নাসেরের তারকা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) জন্য তাঁর অন্য সতীর্থরা সমস্যায় পড়ছেন। বিপক্ষ দল তাদের অনেক বেশি চ্যালেঞ্জ দিচ্ছে! এমনই চাঞ্চল্যকর মন্তব্য করে শিরোনাম আদায় করে নিলেন লুইজ গুস্তাভো (Luiz Gustavo)। আল নাসেরে (Al Nassar FC) পর্তুগালের (Portugal)মহানায়কের সঙ্গেই খেলেন ব্রাজিলের (Brazil) হয়ে ২০১৪ সালের বিশ্বকাপ খেলা প্রাক্তন মিড ফিল্ডার। 

সৌদি আরবের আরটি অ্যারাবিকের কাছে বিস্ফোরক মন্তব্য করেছেন গুস্তাভো। তিনি বলেছেন, “রোনাল্ডোর জন্য বিপক্ষ দলগুলো আরও উজ্জীবিত হয়ে খেলছে। আমাদের বিরুদ্ধে খেলতে নামার আগে দারুণ প্রস্তুতি নিচ্ছে। খেলতে নেমে নিজেদের দুশো শতাংশ উজাড় করে দিচ্ছে। আর এর ফলে আমাদের কাজ আরও কঠিন হচ্ছে! আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে!” 

সৌদি আরবে পা রাখার পর থেকেই রোনাল্ডোকে নিয়ে চলছে বিস্তর আলোচনা। যদিও ‘সিআর সেভেন’ এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। গত ১৯ জানুয়ারি সৌদি আরব অলস্টার একাদশের (Saudi All Star XI) হয়ে আলো ছড়িয়েছিলেন রোনাল্ডো। সেই প্রদর্শনী ম্যাচে লিওনেল মেসি (Lionel Messi)-নেইমার (Neymar Jr)-কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) প্যারিস সঁ জরমঁ-এ (Paris Saint Germain) ৫-৪ গোলে জিতলেও, জোড়া গোল করেছিলেন।

কিন্তু এরপর থেকে চুপ ছিল তাঁর দুই পা!সৌদি প্রো লিগের ম্যাচে আল ইত্তিফাকের (AL Ettifaq) বিরুদ্ধে আল নাসের ১-০ গোলে জয় পেলেও, রোনাল্ডোর পা থেকে কিন্তু কাঙ্খিত গোল আসেনি। এরপর সৌদি সুপার কাপের (Saudi Arabia Super Cup) সেমি ফাইনালে আল ইত্তিহাদের (Al-Ittihad) বিরুদ্ধে ৩-১ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকেই ছিটকে গিয়েছিল তাঁর দল। ফলে কোচ থেকে শুরু করে দলের মালিকের কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। গত ম্যাচে আল ফাতেহ্‌র বিরুদ্ধে গোল করলেও সেই কটাক্ষ কমেনি। কারণ তাঁর গোলে দল ড্র করে মুখরক্ষা করলেও, সহজ গোল মিস করেছিলেন তিনি। 

যদিও এতে রোনাল্ডোর কিছু যায় আসে না। সহজ সুযোগ হাতছাড়া করার পাশাপাশি তাঁর গোল বাতিল হয় ভিএআরে। শেষ পর্যন্ত অবশ্য আল নাসেরের হয়ে প্রথম গোল পাওয়ার আনন্দ নিয়েই মাঠ ছাড়তে পারলেন তিনি। ম্যাচের পর সোশ্যাল মিডিয়াতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনল্ডো। টুইটারে লিখেছেন, ‘সৌদি প্রো লিগে প্রথম গোল পেয়ে খুবই আনন্দ হচ্ছে। পুরো দল একজোট হয়ে পারফর্ম করার জন্যই এমন ফলাফল সামনে এল। সত্যি বলতে একটা কঠিন ম্যাচ খেললাম।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.