ভারতীয় রেলের দুরন্ত উপহার, হোলির আগেই তৎকাল টিকিট বুকিং আরও সহজ সরল

ভারতীয় রেলের দুরন্ত চমক ৷ রঙের উৎসব হোলিতে রেলের যাত্রীরদের জন্য অত্যন্ত খুশির খবর ৷

হোলিতে তৎকাল টিকিট বুকিং আসছে বড়সড় পরিবর্তন ৷ এরফলে যাত্রীদের তৎকাল টিকিট বুকিং আরও সহজ হয়েছে ৷

IRCTC এর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে ট্রেন চলার ক্ষেত্রে ট্রেন ছাড়ার সময়ের স্টেশন থেকে গন্তব্যে পৌঁছনোর সময়ে তৎকাল টিকিট বুকিং করার সময়ে অগ্রিম রিজার্ভেশন বুকিং-এর সময়সীমা ২দিন থেকে কমিয়ে একদিন করা হয়েছে ৷

ট্রেন ছাড়ার একদিনও আগেও তৎকাল টিকিট বুক করা যাবে অন্তত এমনটাই জানা গিয়েছে ৷

(2A, 3A, CC) এই তিন শ্রেণির তৎকাল টিকিট সকাল ১০টা থেকে বুক করা যাবে ৷ (SL, FC, 2S) এই শ্রেণির টিকিট সকাল ১১টা থেকে বুক করা যাবে ৷

স্লিপার শ্রেণিতে টিকিট বুক করতে কমপক্ষে ১০০টাকা ও সর্বাধিক ২০০ টাকা দিতে হবে ৷

এসি চেয়ার কারের জন্য ১২৫ থেকে ২২৫ টাকা দিতে হবে ৷

ওয়েবসাইটের মাধ্যমেও তৎকাল টিকিট বুক করা যেতে পারে https://www.irctc.co.in এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে ৷ তবে তৎকাল নিশ্চিত টিকিট বাতিলের ক্ষেত্রে কোনও টাকা ফেরৎ পাওয়া যাবেনা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.