ভারতের বাণিজ্য নগরী মুম্বাইতে তালিবানি হামলা হবে। এমনই একটি হুমকির ই- মেইল পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বৃহস্পতিবার হুমকির মেইলটি এসে পৌঁছেছিল এনআইএ’র মুম্বাইয়ের অফিসে।
ই-মেইলটিতে বলা হয়েছে তালিবানের সঙ্গে যুক্ত এক ব্যক্তি শহরে হামলা চালাবে। ই-মেইলের কথা জানতে পারার সাথে সাথেই মুম্বাই জুড়ে আগাম সর্তকতার ব্যবস্থা নেওয়া হয়। নিরাপত্তা জোরদার করা হয়েছে বাণিজ্য নগরীতে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পুলিশ বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। রেলস্টেশন, বাস টার্মিনাসগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ই-মেইল যে পাঠিয়েছে তার আইপি অ্যাড্রেস খতিয়ে দেখা হচ্ছে।
হুমকির মেইলটি পাকিস্তান থেকে পাঠানো হয়েছে বলে অনুমান। ঠিক কোন জায়গা থেকে হুমকির মেলটি এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের সন্দেহ আতঙ্ক সৃষ্টি করতে ইচ্ছাকৃতভাবে এই ধরনের মেইল পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, এর আগেও এমন হুমকি মেইল একাধিক বার এসেছে।
তবে এবার এনআইএ’র দপ্তরে হুমকি মেইল পাঠানোর পর আরো বেশি সতর্ক রাজ্য পুলিশ। কিছুদিন আগেই টাকার দাবি করেই হুমকির ফোন পেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। ১৪ই জানুয়ারি তার অফিসে ফোন এসেছিল, তাতে প্রচুর টাকা দাবি করা হয়েছিল। নীতিন গড়কড়ির অফিসের পরপর হুমকি টেলিফোন আসে। সূত্রের খবর, এই ঘটনায় যে ব্যক্তি ফোন করেছে সে নিজেকে বি কম্পানি অর্থাৎ দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে। কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকা চাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, পাকিস্তান ফেডারেল ইনভেস্টিকেশন এজেন্সির প্রধান সম্প্রতি ভারতে এসেছিলেন তখন তাকে দাউদ ও হাফিজ সৈয়দকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে চাননি।