ফের জনপ্রিয়তম রাষ্ট্রনেতার খেতাব মোদির মুকুটে, পিছনে বাইডেন-সহ তাবড় বিশ্বনেতারা

তাঁর সোশ্যাল মিডিয়ার (Social Media) উপচে পড়া ফলোয়ার দেখলে আন্দাজ করা যায় জনপ্রিয়তায় বিনোদন জগতের তারকাদেরও পিছনে ফেলেন তিনি। মর্নিং কনসাল্ট (Morning Consult) নামের এক মার্কিন সংস্থা জানাল, বিশ্বের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একটি সমীক্ষায় সবচেয়ে বেশি ৭৮ শতাংশ সমর্থন পেয়ে বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতার খেতাব পেলেন মোদি। পিছনে ফেললেন বিভিন্ন দেশের তাবড় তাবড় রাষ্ট্রনেতাদের।

মর্নিং কনসাল্ট ‘গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল’ সমীক্ষা চালায় চলতি বছরের জানুয়ারি ২৬ থেকে ৩১ অবধি। বিশ্বের ২২ রাষ্ট্রনেতার উপর এই সমীক্ষা চালানো হয়। পছন্দের রাষ্ট্রনেতাদের নিয়ে প্রশ্ন করা হয় প্রাপ্ত বয়স্ক এবং শিক্ষিত নাগরিকদের।যাতে মাত্র ৪০ শতাংশ সমর্থন পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Byden)। সপ্তম স্থানে রয়েছেন তিনি। উল্লেখ্য, মর্নিং কনসাল্টের সমীক্ষায় গত বছরেও সবথেকে জনপ্রিয় নেতা নির্বাচিত হয়েছিলেন মোদি। এ বছরও সেই স্থান ধরে রাখলেন তিনি।

৬৮ শতাংশ সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর (Andres Manuel Lopez Obrador)। তৃতীয় স্থানে সুইজারল্যান্ডের রাষ্ট্রনেতা অ্যালাইন বেরেসট (Alain Berset)। চতুর্থ অস্ট্রেলিয়ার অ্যান্টনি আলবানেসে (Anthony Albanese) এবং পঞ্চম ব্রাজিলের লুলা দ্য সিলভা (Lula The Silva)। ষষ্ঠ স্থানে রয়েছেন ইটালির জিওর্গিয়া মেলোনি (Giorgia Meloni)। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন স্থান পেয়েছেন সপ্তম স্থান।

উল্লেখ্য, রাষ্ট্রনেতাদের এই তালিকায় স্থান হয়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin)। যার অন্যতম কারণ ইউক্রেন (Ukraine) হামলা। অপরপক্ষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) নিয়ে মোদি মন্তব্য করেন, এটা যুদ্ধের সময় নয়। রাষ্ট্রনেতা হিসেবে মোদির এই মন্তব্য কুর্নিশ আদায় করে গোটা বিশ্বের।যদিও দেশে গেরুয়া রাজনীতি নিয়ে মোদির বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাংশের। তারপরেও যে জনপ্রিয়তায় ভাটা পড়েনি, তারই প্রমাণ মর্নি কনসাল্টের সাম্প্রতিক সমীক্ষা।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.