বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন হল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে। দুই শিশু স্কুল পড়ুয়া এই বিষয়ে নাটিকা উপস্থাপন করে। এছাড়া ক্যান্সারের সচেতনতা ও চিকিৎসার কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সোনালী ব্যানার্জি জনপ্রিয় বক্তৃতা দেন।
বিষয়ভিত্তিক ওপেন হাউস কুইজে অংশ নেয় শতাধিক ছাত্র ছাত্রী। প্রাক্তন স্কুল শিক্ষক তারাপদ গোস্বামীকে ক্যান্সার যোদ্ধা হিসাবে সংবর্ধনা দেওয়া হয় ওই অনুষ্ঠান মঞ্চে। ওই শিক্ষক ফুসফুসে ক্যান্সার রোগে আক্রান্ত হন। চতুর্থ স্টেজে পৌঁছেও মনের জোর অটুট রেখে রোগমুক্ত হয়েছেন। স্বাভাবিকভাবে জীবন যাপন করছেন।
জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুব জ্যোতি চট্টোপাধ্যায় বলেন, “ক্যান্সার রোগ যাতে না হয় সেই লক্ষ্যেই সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আজকের এই অনুষ্ঠান হয়। জন সচেতনতা গড়ে তুলতে আমরা বদ্ধ পরিকর।”