আন্ত:রাজ্য গাড়ি পাচারকারীদের এক সদস্যকে গ্রেফতার করে সাফল্য পেল পুরুলিয়া সদর থানার পুলিশ। প্রকাশ্য দিনের আলোয় গত ৭ জানুয়ারি পুরুলিয়া শহরের সুভাষ পার্ক সংলগ্ন রাস্তার পাশ থেকে একটি বোলেরো গাড়ি চুরি হয়ে যায়। গাড়ি থেকে একটু অন্যত্র গিয়েছিলেন গাড়ির চালক সৌরভ সিং। ফিরে দেখেন সেখানে গাড়িটি নেই। গাড়ির মালিক কোটশিলার বামনিয়া গ্রামের বাসিন্দা মিঠুন কুমার পুরুলিয়া সদর থানায় লিখিতভাবে জানান।
এই ঘটনায় চাপে পড়ে যায় পুরুলিয়া সদর থানার পুলিশ। তদন্ত শুরু করে একটি দল। রাস্তার এবং টোল গেটের সিসিটিভির ফুটেজ দেখে গাড়ির সন্ধান চালায় পুলিশ। বিহারের ঔরাঙ্গাবাদে গাড়িটির সন্ধান মেলে। সেখানে নাকা তল্লাশির সময় ধরা পড়ে গাড়িটি। পুরুলিয়া জেলা পুলিশ ঔরাঙ্গাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং সাফল্য মেলে। দুই জনের মধ্যে সতীশ সিং ওরফে চুন্নুকে জিজ্ঞাসাবাদ করে অপর একজন ঔরাঙ্গাবাদের বাসিন্দা করণজিত সিং ওরফে মণিশকে গ্রেফতার করে পুলিশ। তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কিনারায় পৌঁছোয় পুলিশ।
আজ জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি তাঁর অফিসে সংবাদ মাধ্যমকে জানান, “আমরা সজাগ রয়েছি। পুলিশের যৌথ প্রয়াসে সাফল্য মিলল।”