ঘাটালের গোবিন্দপুরে বেপরোয়া মাছের গাড়ির ধাক্কায় আহত হয় এক যুবক। ঘটনার পর মাছের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তাদের দাবি, এই রাস্তায় ৩০ থেকে ৪০টি গাড়ি বেপরোয়া ভাবে যাতায়াত করে। প্রত্যেক গাড়িতেই চলে ডিজে গান। অনেক সময় গাড়ির পাস দিতে যেতে গিয়ে বুক ধড়ফড় করে ওঠে বাইক চালক এবং সাইকেল আরোহীদের।
স্থানীয়দের আরো অভিযোগ, এই গাড়িগুলি রাস্তার পাশে দাঁড়িয়ে জল পরিবর্তন করে। এমনকি অনেক সময় মদের দোকানের পাশে গাড়ি দাঁড় করিয়ে মদ্যপানে মেতে ওঠে গাড়ির চালকরা। গাড়ি চালকদের দাপটে অতিষ্ঠ হয়ে যায় স্থানীয় পথচারীরা। আজ দুর্ঘটনার পরে পথ অবরোধ করেন স্থানীয় মহিলা থেকে শুরু করে পথচারীরা।
আহত ধনঞ্জয় সন্ন্যাসী নামে ব্যক্তিকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে ঘাটাল মহাকুমা হসপিটালে ভর্তি করে।