তোষণের রাজনীতি! হিন্দুদের ৫৭ একর জমির পাট্টা বাতিল করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দিল তামিলনাড়ুর ডিএমকে সরকার। রাতারাতি পথে বসলেন ৩০টি হিন্দু পরিবার। প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা।
তামিলনাড়ুর রাণীপেত জেলার আরকোট ইউনিয়নের কাছে ভেপ্পুর নামে একটি গ্রাম রয়েছে। সেই গ্রামের প্রায় ৩০টি কৃষক পরিবার প্রায় ৪০ বছর আগে জমির পাট্টা পান। সরকার প্রদত্ত পাট্টা জমির পরিমান প্রায় ৫৭ একর। তারপর থেকেই কৃষকরা ওই জমিতে চাষবাস করে আসছেন।
কিন্ত কিছুদিন আগে হঠাৎই সেই জমির পাট্টা বাতিল করে ডিএমকে সরকার। তারপর সেই ৫৭ একর জমি তামিলনাড়ু ওয়াকফ বোর্ডকে হস্তান্তর করে এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকার। পুলিশ ও প্রশাসনের লোকজন গ্রামে এসে নোটিস ঝুলিয়ে দিয়ে যায়। অবিলম্বে সেই জমি খালি করার কথা বলে। আর সে কথা শুনে আকাশ থেকে পড়েন হিন্দু কৃষকরা।
কৃষকদের অভিযোগ, স্থানীয় বিধায়ক এবং ডিএমকে সরকারের মন্ত্রী আর গান্ধী এবং জেলাশাসকের চক্রান্তে এমনটা হয়েছে। তাই জমি ফিরে পেতে বিক্ষোভে সামিল হয়েছেন ওই কৃষকরা। তাদের দাবি, সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। অন্যদিকে এমন ঘটনাকে ‛ল্যান্ড জিহাদ’ হিসেবে অভিহিত করছে ‛হিন্দু মুন্নানী।