কেমন হল বাজেট? এত বড় দেশের এত বড় বাজেট নিয়ে স্বভাবতই নানা জন নানা মত দেবেন, নানা কথা বলবেন। ভালো-মন্দ দুইই বলবেন। সমালোচনা করবেন, পরামর্শও দেবেন। কিন্তু একটা ব্যাপারে সবাই একমত। এই বাজেটে পরিবেশের কথা ভাবা হয়েছে।
জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে গোটা বিশ্বেই। পরিবেশরক্ষা এখন বিশ্বের প্রায় সব রাষ্ট্রনেতার কাছেই অগ্রাধিকার। এই ট্রেন্ডের সঙ্গে সাযুজ্য রেখেই যেন সাধারণ বাজেটেও পরিবেশ-ভাবনাকে গুরুত্ব দেওয়ার কথা বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আজ, ১ ফেব্রুয়ারি বুধবার বাজেট পেশ করতে গিয়ে প্রথমেই অর্থমন্ত্রী সাতটি বিষয়ের কথা উল্লেখ করেন। যে বিষয়গুলিকে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম ‘গ্রিন গ্রোথ’। কী এই ‘গ্রিন গ্রোথ’? অর্থাৎ, বিভিন্ন ক্ষেত্রকে পরিবেশবান্ধব করে তোলাই মূল লক্ষ্য কেন্দ্রীয় সরকারের।