হিন্দু সাধু সেজে গ্রামে গ্রামে ঘুরে টাকা তুলছিল একদল যুবক। কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাদের চেপে ধরে গ্রামবাসীরা। তারপরই ঝুলি থেকে বেড়াল বেরল। জানা গেল, ওই যুবকরা কেউই হিন্দু নয়। সাধু সেজে সাধারণ হিন্দুদের বোকা বানাচ্ছিল। এটা জানার পরই তাদের বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। বিহারের চাতর গ্রামের ঘটনা।
পুলিশ জানিয়েছে, ওই ৬ মুসলিম যুবক সাধুর বেশ নিয়ে ঘুরত বিভিন্ন এলাকায়। সাধারণ হিন্দুদের বলত, ‘কিছু পয়সা দান করুন, তাহলেই ভগবানের আশীর্বাদ লাভ হবে।’ সারাদিন এভাবেই বিভিন্ন হিন্দু অধ্যুষিত এলাকায় অর্থ সংগ্রহ করে বেড়ানোটাই তাদের পেশা। পরে সন্ধ্যা নামলে ভিড় জমাত কোনও মন্দিরে। মন্দিরে আসা পুণ্যার্থীদের থেকেও ভিক্ষা করত। তারপর সেখানেই প্রসাদ খেয়ে রাত কাটাত। এভাবেই চলছিল বেশ।
ধৃতরা হল কলীম আহমেদ(৩৮), রশিদ (৪০), হাসান(৩০), নবাব আলি(৩২), আমজাদ খান (৩৫) এবং সুবান আলি(৩০)। জেরায় তারা জানায় তারা সকলেই উত্তর প্রদেশের বাসিন্দা। অর্থ সংগ্রহ করার সময় এক ব্যক্তির সন্দেহ হয়। তিনি হিন্দু ধর্ম ও শাস্ত্র বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেন। কিন্তু সেই সব প্রশ্নের উত্তর দিতে পারেননি ৬ সাধুর মধ্যে কেউই। তারপরই ওই সাধুদের চেপে ধরেন স্থানীয়রা। জেরায় জানা যায়, তারা শুধু, ভিক্ষা নয়, সুযোগ বুঝে চুরি, এমনকি শিশু পাচারও করত। তাদের কাছ থেকে ধারালো অস্ত্রও উদ্ধার হয়েছে।