কেউ বলছে শতাংশের হিসেবে বরাদ্দ কমেছে, কেউ বলছে দৃষ্টান্তমূলক বরাদ্দ। তা নিয়ে তর্ক আলোচনা চলবে, তবে আপাতত যা জানা গিয়েছে, তা হল, ২০২৩-২৪ অর্থবর্ষের দিকে তাকিয়ে যে বাজেট আজ পেশ হল সেখানে শিক্ষাখাতে তাৎপর্যপূর্ণ বরাদ্দই হয়েছে। এডুকেশন সেক্টরে ১.১২ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানা গিয়েছে। চলতি অর্থবর্ষে ১ লক্ষ ১২ হাজার ৮৯৮ কোটি টাকা খরচ করা হবে এই খাতে। বলা হচ্ছে, সম্প্রতি এই পরিমাণ অ্য়ালোকেশন হয়নি শিক্ষায়। স্কুল শিক্ষা দফতর ও সাক্ষরতা বিভাগের জন্য বরাদ্দ ৬৮ হাজার ৮০৪ কোটি টাকা। আর উচ্চ শিক্ষা দফতরের জন্য বরাদ্দ হয়েছে ৪৪ হাজার ৯৪ কোটি টাকা। ২০২২-২৩ বছরের জন্য স্কুল শিক্ষা দফতরের বাজেট ৫৯ হাজার ৫২ কোটি টাকা আর উচ্চ শিক্ষা দফতরের জন্য ৪০ হাজার ৮২৮ কোটি টাকা।
স্কুল এডুকেশন বাজেটে সরকার অ্যালোকেট করছে ৩৬৪.১ কোটি টাকা। এর মধ্যেই পড়ে শিক্ষায় জাতীয় পুরস্কার প্রদানের খরচ, প্রধানমন্ত্রী ইনোভেটিভ লার্নিং প্রোগ্রাম প্রভৃতি স্কিম।