বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্র নিয়ে ভারতের পাশে দাঁড়াল রাশিয়া। একই সঙ্গে বিবিসি-র বিরুদ্ধে নিজের সবার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে তথ্য-যুদ্ধ বাঁধানোর অভিযোগ করেছে রুশ বিদেশ বিদেশ মন্ত্রক। রাশিয়ার আরও দাবি, বিবিসি কোনও স্বাধীন সম্প্রচারকারী নয়। সাংবাদিকতার মৌলিক প্রয়োজনীয়তাও তারা পূরণ করে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়ে বিবিসির তৈরি দুই এপিসোডের ডকুমেন্টারি সিরিজ নিয়ে বিতর্কের মধ্যেই রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা এই মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘বিভিন্ন শক্তির মধ্যে বিবিসি তথ্যযুদ্ধ বাঁধাতে চাইছে। এটা (মোদীকে নিয়ে তৈরি তথ্যচিত্র) তার প্রমাণ। আমি এদিকে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব’। শুধু তাই নয়, রুশ মুখপাত্রের আরও অভিযোগ, ‘শুধু রাশিয়া নয়, বিশ্বের একাধিক শক্তিকেন্দ্রের বিরুদ্ধে এই একই কাজ করছে বিবিসি’।
সংবাদ সংস্থা এএনআই মারিয়া জাখারোভাকে উদ্ধৃত করে বলছে, ‘বেশকিছু বছর পর হয়তো দেখা যাবে ব্রিটেনে অন্দরেই বিবিসি বিশেষ স্বার্থে বিশেষ কোনও সংগঠনের হয়ে কাজ করবে। সুতরাং এখন থেকেই সেই অনুযায়ী পদক্ষেপ করা হয়’।
আগেই ভারতীয় বিদেশ মন্ত্রক, বিবিসি ডকুমেন্টারি সিরিজটিকে ‘প্রোপাগান্ডার অংশ’ বলে সমালোচনা করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছিলেন, এই তথ্যচিত্রটি বস্তুনিষ্ঠ নয় এবং এর মধ্যে ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন রয়েছে। বিবিসির দাবি, কঠোর গবেষণার পর, এই তথ্যচিত্র তরি করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও ব্রিটিশ সংসদে বিবিসির ডকুমেন্টারির সঙ্গে তিনি একমত নন বলে জানিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, ভারতীয় প্রধানমন্ত্রীর যে চরিত্রায়ন করা হয়েছে, তা তিনি মানেন না।