হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের জেরে অস্বস্তিতে পড়তে দেখা গেছে কর্ণধার গৌতম আদানিকে। উক্ত রিপোর্টের জেরে শেয়ারের দাম পড়তে শুরু করে হুহু করে। তবে এর মধ্যেই এই গোষ্ঠীর উন্নতি আটকানো যায়নি। প্রতিকূল পরিস্থিতির মাঝেও এই গোষ্ঠীর উন্নতি অব্যাহত থাকতে দেখা গেল।
সূত্রের খবর অনুযায়ী, আদানি গোষ্ঠী এবার ইজরায়েলের হাইফা বন্দর অধিগ্রহণ করতে চলেছে। অধিগ্রহণ অনুষ্ঠানের আয়োজন মঙ্গলবারেই করা হতে চলেছে। উক্ত অনুষ্ঠানের পরেই ইজরায়েলের দ্বিতীয় বৃহত্তম বন্দর এই হাইফা আদানি গোষ্ঠীর অধীনে চলে যাবে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর উপস্থিতিতেই অধিগ্রহণ অনুষ্ঠানটি চলবে বলে জানা গেছে।
ইজেরায়েল সরকারের কাছে টেন্ডার জমা পড়েছিল যৌথভাবে ইজরায়েলি গ্যাডোট গ্রুপ ও আদানি গোষ্ঠীর তরফে। এই টেন্ডারটি যৌথভাবে দেওয়া হলেও শেয়ারের সত্তর শতাংশ আদানি গোষ্ঠীর হাতেই রয়েছে। সূত্রের খবরের ভিত্তিতে জানা গেছে যে, মোট ১১৮ কোটি ডলারের দরপত্র জমা পড়েছে দুই গোষ্ঠীর তরফে।