বর্তমানে দিনাজপুর রাজবাড়ি পরিত্যক্ত এক প্রাসাদ। শুধু সামনের অংশ রং করে কিছুটা সংরক্ষণের চেষ্টা করা হয়েছে তবে পেছনে বাড়ির বিশাল অন্দরমহলটি সকলের চোখের আড়ালে ভগ্ন দশায় পড়ে আছে।
দিনাজপুর রাজবাড়ি ও রাজ্য রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন। কিন্তু অনেকের মতামত পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহীর শাসনকালে সুপরিচিত “রাজা গণেশ” এই বাড়ির স্থপতি। রাজা দিনরাজ ঘোষ গৌড়েশ্বর গণেশনারায়ণের (১৪১৪-১৪১৮ খ্রি:) অন্যতম রাজকর্মচারী। তিনি ছিলেন উত্তর রাঢ়ের কুলীন কায়স্থ। রাজা দিনরাজের নাম থেকেই রাজ্যের নাম হয় ‘দিনরাজপুর’, যা বারেন্দ্র বঙ্গীয় উপভাষায় পরিবর্তিত হয়ে হয় দিনাজপুর।
গৌড় সংলগ্ন সনাতনী রাজ্য দিনাজপুর পাঠান, মুঘল ও নবাবদের বহু যুদ্ধে চিরকাল পরাস্ত করে এসেছে। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে শ্রীমন্ত দত্ত চৌধুরী দিনাজপুরের জমিদার হন। কিন্তু শ্রীমন্ত দত্ত চৌধুরীর ছেলের অকাল মৃত্যুর হওয়াতে, তার ভাগ্নে “সুখদেব ঘোষ” তাঁর সম্পত্তির উত্তরাধিকার হন।
লেখা— সৈয়দা নাফিসা মালিয়াত খিলখিল।
সূত্র— সেভ দি হেরিটেজেস অফ বাংলাদেশ ফেসবুক গ্রুপ।
সঙ্কল— অশোক সেনগুপ্ত