গুজরাত দাঙ্গা ও নরেন্দ্র মোদীকে নিয়ে ডকু সিরিজ বানিয়েছে বিবিসি। আর তাই নিয়েই উত্তাল গোটা দেশ। অভিযোগ, ডকু-সিরিজে মোদীকে ‘ভিলেন’ হিসেবে দেখানো হয়েছে। চেষ্টা করা হয়েছে, দেশে হিন্দু ও মুসলিমদের সম্পর্ক বিষিয়ে দেওয়ার।
বার ব্রিটেনের ‘হাউস অফ লর্ডসে’ র সদস্য লর্ড রামি রেঞ্জার চিঠি লিখে বিবিসিকে আর্জি জানালেন, সিরিজটির দ্বিতীয় পর্বের সম্প্রচার বন্ধ করে দেওয়া হোক। তিনি লিখেছেন, ‘বিবিসি তাদের ডকু সিরিজে পুরনো ক্ষতকে খুঁচিয়েছে। যেভাবে ব্রিটিশ হিন্দু ও মুসলিমদের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিতে এই তথ্যচিত্রে ভারতকে অসহিষ্ণু দেশ হিসেবে দেগে দেওয়া হয়েছে। যেন মুসলিমরা এখানে নিরাপদ নন। সত্য়িই তাই হলে মুসলিমরা তো ভারত ছেড়ে চলে যেতেন। কিন্তু ঘটনা হল, মুসলিম জনসংখ্যায় পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে।’
রামি জানিয়েছেন, এমন একটা সময়ে বিবিসি এই সিরিজটির সম্প্রচার শুরু করেছে, যখন জি২০’ র সভাপতিত্বের দায়িত্বে ভারত, ব্রিটেনের প্রধানমন্ত্রী এক ভারতীয় বংশোদ্ভূত এবং ভারত ও ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে। রামির দাবি, তিনি সিরিজটি দেখে হতভম্ব হয়ে গিয়েছেন।
ভারতে এই সিরিজ না দেখানো হলেও দেশের বাইরে থাকা ভারতীয়রা ইতিমধ্যেই এই সিরিজটির তীব্র সমালোচনা শুরু করেছেন। নিন্দা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও। তিনি সাফ জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর যে চরিত্রায়ন করা হচ্ছে, যে ছবি আঁকা হচ্ছে তার সঙ্গে তিনি একমত নন। বিবিসির তথ্যচিত্রকে যে ব্রিটিশ সরকারের সমর্থন করছে না, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।