সুইডেনে কোরান পোড়াল চরম ডানপন্থী দল হার্ড লাইন। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুর্কি ও পাকিস্তান। ডানপন্থী রাজনৈতিক নেতা রসমুস পালুদিনের শাস্তির দাবি জানিয়েছে তারা। তলব করা হয়েছে সে দেশের রাষ্ট্রদূতকে।
সুইডেনের অভিবাসন নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে দেশটির চরম ডানপন্থী দল হার্ড লাইন। তাদের অভিযোগ, সুইডেনের অভিবাসন নীতির কারণে দেশটিতে প্রচুর সংখ্যক মুসলিম শরণার্থী ঢুকে পড়ছে। এর ফলে জনবিন্যাসের পরিবর্তন ঘটছে। মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে। এমনকি দেশের বিভিন্ন প্রান্তে দাঙ্গা ও অশান্তিও হচ্ছে। তাঁর দাবি, অভিবাসন নীতির পরিবর্তন করা হোক।
খবর অনুযায়ী, গত ২১ জানুয়ারি পুলিশের অনুমতি নিয়েই কোরআন পোড়ান পালুদিন। তিনি স্পষ্ট জানান, ইসলামের বিরুদ্ধে তাঁর লড়াই চলবে। এমনকি তুর্কির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন পালুদিন। তিনি জানান তুর্কি সুইডেনের অভিব্যক্তির স্বাধীনতার আইন পরিবর্তন করতে চায়। তাই এর বিরুদ্ধে তাঁর এমন পদক্ষেপ বলে জানান পালুদিন।
আর রসমুস পালুদিনের এমন কাজে নিন্দার ঝড় মুসলিম বিশ্বের একাধিক দেশে। তুরস্ক ও পাকিস্তান তীব্র নিন্দা জানিয়েছে। তুরস্কের বিদেশ মন্ত্রকের তরফে ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের পবিত্র কিতাবের উপরে এমন জঘন্য আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। ইসলাম বিরোধী কাজের অনুমতি দেওয়া এবং অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতার ছদ্মবেশে আমাদের পবিত্র কিতাবের উপরে এই আক্রমণ মেনে নেওয়া হবে না’।