ইসলামে ধর্মান্তরিত হতে রাজি না হওয়ায় বিবাহিত হিন্দু মহিলাকে গণধর্ষণ। এমনই ন্যাক্কারজনক ঘটনা ঘটল পাকিস্তানের সিন্ধু প্রদেশে। নির্যাতিতা হিন্দু মহিলার দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করা শিব কাচ্চি।
নির্যাতিতা হিন্দু মহিলার দাবি, ইব্রাহিম মাংরিও, পুনহ মাংরিও এবং তাঁর সঙ্গীরা অপহরণ করে তাঁকে উমরকোট জেলায় নিয়ে যায়। সেখানে সামারো শহরে তিনদিন ধরে আটকে রেখে লাগাতার গণধর্ষণ করে অভিযুক্তরা। মহিলার কথায়, ‘আমাকে অপহরণ করে ওরা। ইসলামে ধর্মান্তরিত করার জন্য জোর করে। আমি রাজি না হওয়ায় আমাকে আটকে রেখে গণধর্ষণ করে ওরা। তিনদিন ধরে চলে নির্যাতন’।
পরে ওই মহিলা কোনওভাবে পালিয়ে থানায় যান। কিন্তু পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি কয়েক ঘণ্টা থানার বাইরে বসিয়ে রাখে, এমনটাই অভিযোগ নির্যাতিতা মহিলার। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ অভিযোগ নিয়েছে এবং তিন অভিযুক্তের মধ্যে এক জনকে গ্রেফতার করেছে। অন্য দুই অভিযুক্ত এখনও পলাতক।