কয়েক দিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মুরলী বিজয়। দেশের হয়ে সুযোগ না পেয়ে বিদেশে গিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। এ বার আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিলেন তিনি।
টুইট করে নিজের অবসরের কথা জানিয়েছেন তামিলনাড়ুর ৩৮ বছর বয়সি এই ওপেনার।
তিনি লিখেছেন, ”সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৬ বছর আমার খুব ভাল কেটেছে। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ভারতের হয়ে খেলেছি। এটা আমার কাছে সম্মানের।”
ভারতের হয়ে খেলার সুযোগ পাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড ও রাজ্য সংস্থাকে ধন্যবাদ দিয়েছেন বিজয়। তিনি লিখেছেন, ”বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার উপর ভরসা রেখেছে। এ ছাড়া তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস ও চেমপ্লাস্ট সানমারকেও ধন্যবাদ জানাই।”
পাশে থাকার জন্য সতীর্থ এবং ভারতীয় সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন বিজয়। টুইটে তিনি লিখেছেন, ”আমার সতীর্থ, কোচ, মেন্টর ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাই। আমার স্বপ্নপূরণের পিছনে তাঁদের বড় ভূমিকা ছিল। এ ছাড়া কেরিয়ারের ভাল ও খারাপ সময়ে আমার পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। খেলার সময়ের স্মৃতি সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে।”
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মুরলী বিজয়। ফাইল চিত্র