সোনম ওয়াংচুকের অভিযোগ, লাদাখের সুরক্ষা-প্রশ্নে অনশন শুরু করার পরে তাঁকে আটক করেছে লাদাখ প্রশাসন, করে রেখেছে গৃহবন্দিও। যদিও সংশ্লিষ্ট প্রশাসন তা অস্বীকার করেছে। লাদাখকে দ্রুত ষষ্ঠ তপসিলের সুবিধা দেওয়া হোক, এই প্রশ্নে দীর্ঘদিন ধরেই ইনোভেটর ও প্রকৌশলী সোনম ওয়াংচুক আন্দোলন করে আসছেন। এর আগের দিনই সোনম দাবি করেছিলেন, তাঁকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর আজ, সোমবার তাঁর দাবি তাঁকে আটক করেছে স্থানীয় প্রশাসন।
শুরুতে ওয়াংচুকের খারদুংলায় অনশনে বসার কথা ছিল। কিন্তু তাঁকে সেখানে অনশনের অনুমতি দেওয়া হয়নি। ওয়াংচুক জানান, এর ফলে তিনি হিমালয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ, লাদাখে (এইচআইএএল) অনশন করার সিদ্ধান্ত নেন। কিন্তু সেখানেও তাঁকে নানা রকম প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে।