সরস্বতী ঠাকুর বিসর্জনের শোভাযাত্রায় পাথর ছোঁড়ার অভিযোগ উঠল মুসলিমদের বিরুদ্ধে। বেশ কয়েকজন হিন্দু যুবকের মাথা ফেটে গেছে বলে খবর। এমনকী ২ জন পুলিশ কর্মীও জখম হয়েছেন। ঝাড়খণ্ডের জামতাড়া জেলার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড গুলি চালায় পুলিশ।
শুক্রবার রাতের ঘটনা। সরস্বতী ঠাকুর বিসর্জন করতে যাচ্ছিল হিন্দুরা। বিসর্জনের শোভাযাত্রা মুসলিম এলাকায় পৌঁছলেই শুরু হয় অশান্তি। ওই জায়গা দিয়ে প্রতিমা নিয়ে যাওয়া যাবে না বলে দাবি করে স্থানীয় মুসলিমরা। শুরু হয় দুপক্ষের কথা কাটাকাটি। খবর দেওয়া হয় পুলিশকে। কিন্তু পুলিশ এলেও পরিস্থিতি শান্ত হয়নি।
এরই মধ্যে দুপাশের বাড়ির ছাদ থেকে শুরু হয় এলোপাথাড়ি পাথর বৃষ্টি। স্থানীয় মানুষজন জানান, যে ভাবে পাথর ছোঁড়া শুরু হয়, তাতে একটা বিষয় পরিস্কার যে পুরো ঘটনা পূর্বপরিকল্পিত। আগে থেকেই ছাদের উপরে পাথর জড়ো করে রাখা হয়েছিল। কিছুক্ষণের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। মুসলিম দল হিন্দুদের বাড়িতে ঢুকে ঢুকে মহিলা ও শিশুদের মারধর করে বলেও অভিযোগ।
পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। এরপরই রাত ৯ টা নাগাদ ঘটনাস্থলে উপস্থিত হন এসপি, এসডিও, এসডিপিও সহ আরও একাধিক প্রশাসনিক কর্তাব্যক্তিরা। জামতাড়ার ডেপুটি কমিশনার অফ পুলিস ফৈজ আহমেদ বলেন, ‘এক দল সমাজবিরোধী এলাকার শান্তি নষ্টের চেষ্টা করে। প্রত্যেককে চিহ্নিত করা হয়েছে’।