মুসলিম ভোট ধরে রাখতে কী চরমপন্থী ইসলামিক জিগির তুলতেও পিছ পা হবে না তৃণমূল? দলীয় সাংসদের মন্তব্যে এমনই প্রশ্ন উঠছে।
উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় এক সভায় বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে কাফেরদের সঙ্গে হাত মেলাচ্ছে আইএসএফ’। প্রসঙ্গত, যারা ইসলাম মানেন না তাঁদের কাফের বলা হয়। সংসদের মুখে এমন বিদ্বেষজনক মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় এক সভায় বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে কাফেরদের সঙ্গে হাত মেলাচ্ছে আইএসএফ। সিপিএম, কংগ্রেস আর আইএসএফ একজোট হয়েছে। আইএসএফ কোন দল? কোথা থেকে এল? যার নেতারা বন্দুকধারীদের সঙ্গে নিয়ে ধর্মতলায় ভাষণ দিতে যায়? কে সেই বন্দুকধারী? যে প্রকাশ্য সভায় গণতন্ত্র বিরোধী কথা বলে? আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে সভা করা সংবিধান স্বীকৃত নয়। পাড়ায় পাড়ায় গিয়ে আইএসএফ অল্পবয়সী ছেলেদের ভুল বোঝাচ্ছে’।
কাকলির বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে আইএসএফ। তারা বলছে, আইএসএফের ভয়ে তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে। তাই এই ধরণের উস্কানিমূলক কথা বলছে।