“তৃণমূল দুর্নীতির টাকার ভাগ নিয়ে মারপিট, খুনোখুনি করবে। আর বাচ্চাদের মিড-ডে মিলের টাকায় খেসারত দেবে রাজ্য। এটা হতে পারে না। কোন অধিকারে বাচ্চাদের মিড-ডে মিলের টাকায় ক্ষতিপূরণ দেয়? রাজ্যকে কৈফিয়ত দিতে হবে।” কেন্দ্রীয় প্রকল্প মিড ডে মিলের টাকা বগটুই কাণ্ডে নিহতদের পরিবারের ক্ষতিপূরণ দেওয়ায় এমনটাই দাবি করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (রাষ্ট্র) ডাঃ সুভাষ সরকার। যদিও এবিষয়ে মুখে কার্যত কুলুপ এঁটেছে বীরভূম জেলা প্রশাসন।
প্রসঙ্গত, ২১ মার্চ রাতে ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে বীরভূমের রামপুরহাট- বগটুই মোড়ে বোমাবাজিতে খুন হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের ভাদু শেখ। খুনের বদলা নিতে ওইদিন রাতেই বগটুই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আগুনে পুড়ে মৃত্যু হয় ১০ জনের। ঘটনার পর ২৬ মার্চ বগটুই গ্রামে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি মতো ওইদিন নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। পরে জানা যায়, ওই টাকা মিড ডে মিলের ফান্ড ভেঙে দেওয়া হয়েছে। নিহতদের কাছে থাকা চেক থেকে প্রমাণ মিলেছে গত বছরের ২৪ মার্চ মিহিলাল শেখ এবং মবিনা বিবির হাতে যথাক্রমে পাঁচ এবং এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। ২৬ মার্চ বানিরুল শেখ ও মিহিলাল শেখের হাতে তিন লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে। ১২ এপ্রিল সোনা শেখের হাতে এক লক্ষ ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে প্রতিটি চেকে সই রয়েছে রামপুরহাট ১ নম্বর ব্লকের বিডিও দীপান্বিতা বর্মণের।
খবর চাউর হতেই সরব হন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। শনিবার তিনি এক ভিডিও বক্তব্যে জানান, “অতীতে মিড-ডে মিলের টাকা নয়ছয়ের অনেক অভিযোগ এসেছে। এবার বগটুই কান্ডে রাজ্যের ক্ষতিপূরণ দেওয়ায় মিড ডে মিলের টাকা নয়ছয় করার প্রমাণ করল।” তিনি আরও বলেন, “তৃণমূল দুর্নীতির টাকার ভাগ নিয়ে মারপিট, খুনোখুনি করবে। আর বাচ্চাদের মিড-ডে মিলের টাকায় খেসারত দেবে রাজ্য। এটা হতে পারে না। কোন অধিকারে বাচ্চাদের মিড-ডে মিলের টাকায় ক্ষতিপূরন দেয়? রাজ্যকে তার কৈফিয়ত দিতে হবে।”