জনসংযোগে বিজেপির নতুন কর্মসূচি ” মনপে বাপু”! মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। কর্মসূচি শুরু হবে ২ অক্টোবর, শেষ হবে ৩১ জানুয়ারি। এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ২ অক্টোবর দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে এই কর্মসূচির সূচনা করবেন।
এই কর্মসূচিতে ৫ থেকে ১৫ কিলোমিটার হাঁটতে হবে বিজেপির সমস্ত সাংসদ, বিধায়ক ও কার্যকর্তাদের। এই কর্মসূচি গান্ধিজিকে উৎসর্গ করতেই নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজেপি। শনিবার ভিডিও কনফারেন্সে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah) ও কার্যকরি সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) এই নির্দেশ দিয়েছেন নেতাদের। এদিন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য দপ্তরে এই কর্মসূচির আহ্বায়ক অভিনেতা ও দিল্লির বিজেপির রাজ্য সভাপতি মনোজ তেওয়ারি একথা জানান। মনোজ তেওয়ারি (Manoj Tiwari) বলেন, “আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই কর্মসূচি মারফৎ আমাদের জনসংযোগ করার জন্য বার্তা দিয়েছে।”