বইপ্রেমীদের জন্য সুখবর! বইমেলা উপলক্ষে মিলবে বাড়তি মেট্রো

 আগামী সপ্তাহ থেকে শহরে শুরু হচ্ছে ৪৬ তম আন্তর্জাতিক বইমেলা (Kolkata Book Fair)। সল্টলেকের সেন্ট্রাল পার্ক (Central Park) বইমেলা প্রাঙ্গণে আগামী মঙ্গলবার থেকে বসছে বইমেলার আসর। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ২ বছরের করোনা কাল পেরিয়ে এবছর রেকর্ড ভিড় ও ব্যবসার আশায় উদ্যোক্তারা। আর বইপ্রেমীদের সুবিধার জন্য বইমেলার কয়েকদিন বাড়তি মেট্রো চলবে ইস্ট-ওয়েস্ট রুটে (East-West Metro)। অর্থাৎ শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অতিরিক্ত মেট্রো পাবেন জনগণ। ফলে বইমেলা যাওয়া কিংবা ফেরার জন্য ভাবনা নেই আর।

javascript:false

ইস্ট-ওয়েস্ট মেট্রোর তরফে শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়তি মেট্রো (Metro)চালানো হবে। অন্যান্য দিন ১০৬ টি মেট্রো চলে। বইমেলা উপলক্ষে চলবে ১২০ টি ট্রেন। এই কয়েকদিনের মধ্যে ৫ ও ১২ ফেব্রুয়ারি রবিবার। এমনিতে রবিবার এই রুটে মেট্রো না চললেও এই দুই রবিবার চলবে মেট্রো। আপ ও ডাউনে ৪০ টি করে মোট ৮০ টি মেট্রো চলবে। এছাড়া অন্যান্য দিনেও মেট্রোর সময়সূচিতে বদল হচ্ছে। চলবে বাড়তি মেট্রো।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ তারিখ থেকে শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ গামী প্রথম মেট্রো চালু হবে সকাল ৬.৫০ থেকে। এখন তা ৬.৫৫এ ছাড়ে। আর উলটোদিক অর্থাৎ সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী ট্রেন ছাড়বে সকাল ৭টায়। ১২ মিনিট অন্তর চলবে মেট্রো। শেষ মেট্রোটি শিয়ালদহ থেকে ছাড়বে রাত ৯.৩৫-এ। আর সেক্টর ফাইভ থেকে ৯.৪০-তে ছাড়বে শেষ ট্রেন। রবিবার অবশ্য সময়সূচি একটু ভিন্ন। ওইদিন দুপুর ১২.৫০ থেকে চলবে মেট্রো। শেষ মেট্রো রাত ১০টায়।

বইমেলা হচ্ছে সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে। অন্তত দুটি মেট্রো স্টেশন থেকে বইমেলার গেটে পৌঁছনো যাবে সহজেই। সেন্ট্রাল পার্ক ও করুণাময়ী মেট্রো স্টেশনে নামলে বইমেলার দুটি গেটই সামনে। কাজেই মেট্রো রুটে জনসাধারণ যাতায়াত করবেন, সেই আশায় তাঁদের সুবিধার জন্য বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল ইস্ট-ওয়েস্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.