‘চলুন একজোট হয়ে শহীদদের স্বপ্ন পূরণ করি’, দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা মোদির

 আজাদি কে অমৃত মহোৎসব পালন করছে দেশ, তাই এই সাধারণতন্ত্র দিবসের (Republic Day) বিশেষ তাৎপর্য রয়েছে। দেশবাসীকে ৭৪তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে একজোট হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী (Narendra Modi)। তারপরে কর্তব্য পথের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই প্রথমবার কর্তব্য পথে আয়োজিত হবে সাধারণতন্ত্র দিবসের প্রসঙ্গত, ৭৪তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট (Egypt) আবদেল ফাট্টা আল সিসি।

সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “সাধারণতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানাই সকলকে। এবারের এই দিনের তাৎপর্য অনেক বেশি, কারণ আজাদি কে অমৃত মহোৎসবের পালন করছে গোটা দেশ। স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন সার্থক করতে আমরা সকলে একজোট হয়ে এগিয়ে যাব, এই কামনা করি।” নতুন নামকরণের পর এই প্রথমবার কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। ডায়াসে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। এছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ ভূমিকা নেবেন ভারতীয় সেনার মহিলা অফিসাররা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল সিস্টেমের নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট চেতনা শর্মা। এছাড়াও ডেয়ারডেভিল মোটর সাইকেল ব্রিগেডে অংশ নেবেন ডিম্পল ভাটি।

শুধু মোদি নন, সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন একাধিক রাষ্ট্রনেতা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, মালদ্বীপের বিদেশমন্ত্রী সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। তাৎপর্যের বিষয়, তিন বছর পর বিরোধী দলের অতিথিদের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে সামনের সারিতে বসানো হয়েছে। সামনের সারিতে বসার সুযোগ দেওয়া হয়েছে কর্তব্যপথে, সেন্ট্রাল ভিস্তার কর্মীদেরও। সব মিলিয়ে ৬৫ হাজার অতিথি উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.