দক্ষিণবঙ্গের ক্যান্সার রোগীদের জন্য কিছুটা স্বস্তির খবর। আগামী ১ ফেব্রুয়ারি থেকে পথচলা শুরু করবে বহু প্রতীক্ষিত বর্ধমান মেডিক্যালের ক্যান্সার হাসপাতাল। বুধবার স্বাস্থ্য সচিবের পরিদর্শনের সময় এই কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথম পর্বে ক্যান্সার চিকিত্সায় আউটডোর বিভাগ চালু হবে। ধাপে ধাপে ইনডোর পরিষেবা চালু হবে বলে মেডিক্যাল কলেজের দাবি। এদিন স্বাস্থ্য সচিবের সঙ্গে মেডিক্য়ালের আদিকারিকদের কথা হয় মাদার চাইল্ড কেয়ার হাব এবং অনাময় হাসপাতালের বিভিন্ন পরিষেবার খুঁটিনাটি নিয়ে।
বুধবার, দুপুর দেড়টা নাগাদ বর্ধমান হাসপাতালের সুপার অফিসে আসেন স্বাস্থ্য সচিব নায়ারণ স্বরূপ নিগম। সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক কৌশিক ভট্টাচার্য। তাঁরা প্রথমে সুপার অফিসে বৈঠক করেন। ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক( সিএমওএইচ) প্রণব রায়, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌস্তুভ নায়েক, সুপার তাপস ঘোষ-সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান-সহ অন্যান্যরা। বৈঠকের পর, স্বাস্থ্য সচিব হাসপাতালের জেলা অগ্রিম নিরীক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। তারপর তারা মেডিক্যাল কলেজের নির্মীয়মাণ ক্যান্সার হাসপাতাল পরিক্রমা করেন।
নির্মীয়মান ক্য়ান্সার হাসপাতাল পরির্দনের সময় স্বাস্থ্য সচিবকে হাসপাতালের তরফে জানান হয়; যে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ক্যান্সার হাসপাতালের আউটডোর পরিষেবা শুরু করা হবে। জুন মাস নাগাদ ইনডোর পরিষেবা শুরু হবে বলে জানান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ। এরপর তারা বর্ধমান মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি উইং অনাময় হাসপাতাল পরিদর্শনে যান।
নারায়ণ স্বরূপ নিগম বলেন, এখানে একটি ক্যান্সার হাসপাতাল তৈরি হচ্ছে। এমসিএইচও হবে। ক্যান্সার হাসপাতালের উদ্বোধনের তারিখ এখনও ঠিক হয়নি। তবে হাসপাতালের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।