উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের সোলপাড়ার একেবারে অজ পাড়াগাঁয়ের মেয়ে হেনা নিহার ক্যারাটেকে সঙ্গী করে পৌঁছে যাচ্ছে দুবাই। আগামী ৫ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দুবাই পাড়ি দিচ্ছে হেনা। এই খুশির খবরে গ্রামের বাসিন্দা থেকে হেনার পরিবার সবাই গর্বিত। খুশীর ছোঁয়া উত্তর দিনাজপুর জেলার ক্রীড়া মহলে।
হেনা নীহার, বয়স মাত্র ১২ বছর। বাড়ি উত্তর গোয়ালপোখর ব্লকের সোলপাড়ার প্রত্যন্ত এলাকায় হলেও সে পড়াশুনা করে রায়গঞ্জের দুর্গাপুর পাবলিক স্কুলে। সপ্তম শ্রেণির ছাত্রী হেনা দুবাইতে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। পৃথিবীর ২৮টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন দুবাইয়ের ওই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায়। এর আগে বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদক লাভ করেছে হেনা৷
জলপাইগুড়ি বিএসএফ আয়োজিত ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, কিংবা দার্জিলিং ইন্টার স্কুল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সেরার শিরোপা ছিনিয়ে এনেছে হেনা। জাতীয় স্তরের সংস্থার আইএকেও কিক বক্সিং অ্যাসোসিয়েশনের মতো সংস্থায় তালিম নেওয়া হেনা এবার ভারতের হয়ে দুবাইয়ে আয়োজিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
মেয়ের এই খবরে রীতিমতো উচ্ছ্বসিত হেনার মা তথা গোয়াগাঁও ২ গ্রামপঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান পারভিন বিবি। মেয়ের সাফল্যে তিনি গর্বিত।