শনিবার সকাল থেকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের দুই দিনের সমন্বয় বৈঠক শুরু হল উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়া সারদা শিশু মন্দিরে।
দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের অধীনে থাকা ৩৭ টি শাখা সংগঠনের প্রায় ২৫০ জন প্রতিনিধি যোগ দিয়েছেন এই বৈঠকে দুই দিনের এই সমন্বয় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, বিজেপি নেতা কৈলাস বিজয়বগীয়, রাহুল সিনহা, মুকুল রায়, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের দক্ষিণবঙ্গের প্রান্ত কার্যবাহক ডঃ জিষ্ণু বসু, উত্তরবঙ্গের প্রান্ত কাযবাহক প্রদীপ অধিকারী সহ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের একাধিক নেতৃবৃন্দ।
এদিন এক সাংবাদিক সম্মেলনে দুই দিনের এই সমন্বয় বৈঠক সম্পর্কে ডঃ জিষ্ণু বসু জানান, প্রতি মাসের একটি নির্দিষ্ট দিনে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের শাখা সংগঠনের প্রতিনিধিদের নিয়ে নিয়মিত বৈঠক করা হয়।
তিনি বলেন, দুই দিনের এই বৈঠকে মূলত তপশীলি উপজাতি ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের সার্বিক উন্নতি, নারীদের স্বশক্তিকরণ সাবলম্বী ও সুরক্ষার বিষয়, সীমান্ত সুরক্ষা ছাড়াও পরিবেশ মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠনের নানা দিক নিয়ে আলোচনা হবে। বৈঠক রবিবার বিকেলে শেষ হবে।
এদিকে দু্ই দিনের এই বৈঠকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ ও বিজেপির একাধিক হেভিওয়েট নেতৃত্ব তাঁতিবেড়িয়ায় থাকার কারণে করা নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।