২৫শে জানুয়ারী থেকে জয়পুর সফরে চলেছেন সরসঙ্ঘচালক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত ২৫ শে জানুয়ারি জয়পুর সফরে আসবেন। মোহন ভাগবতের এই ৫ দিনের সফর হবে ২৫ থেকে ২৯ তারিখ পর্যন্ত।এই সফর চলাকালীনই প্রজাতন্ত্র দিবসে, মোহন ভাগবত ২৬ শে জানুয়ারি জয়পুরের জামডোলিতে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করবেন। এছাড়াও জয়পুরের ৮০০ টি পরিবারের সাথে দেখা করা আর সঙ্ঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে নেওয়া কর্মসূচীর পরিকল্পনাও করা হবে এই সফরে।

সঙ্ঘের প্রচলিত নিয়ম অনুসারে সরসঙ্ঘচালক প্রতি দুই বছরে একবার করে প্রতিটি প্রান্তে ( সঙ্ঘের সাংগঠনিক বিভাগ। রাষ্ট্রের প্রশাসনিক বিভাগ রাজ্যের সাথে তুলনীয়) অবস্থান করেন। এই মূহুর্তে সারা দেশকে সঙ্ঘ সাংগঠনিক সুবিধার জন্যে মোট ৪৫ টি প্রান্তে ভাগ করেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে আছে মোট তিনটে প্রান্ত।
উত্তর বঙ্গ‚ মধ্যবঙ্গ আর দক্ষিন বঙ্গ। একইভাবে রাজস্থানেও সঙ্ঘের তিনটি প্রান্ত আছে।

এর আগে মোহন ভাগবত চিতোরগড়ে এসেছিলেন ২০২১ সালে। সেখানে উদয়পুরে থাকার সময় তিনি একজন এই সময়ে, ভাগবত উদয়পুরে তাঁর এক আদিবাসী কার্যকর্তার বাড়িতে দুপুরের খাবার খেয়েছিলেন।

এইবার জয়পুরে গিয়ে তিনি একইসঙ্গে ৮০০ জন কার্যকর্তার পরিবারের সঙ্গে দেখা করবেন। আগামী ২৬ জানুয়ারি তাদের এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে নগর পর্যায়ের কার্যকর্তারা পর্যন্ত সবাই তাদের পুরো পরিবারসহ মোহন ভাগবতের সঙ্গে দেখা করবেন।

পরিবারের সঙ্গে দেখা করে মোহন ভাগবত তাদের হিন্দুত্বের মূল মূল্যবোধ সম্পর্কে জানাবেন। শিশু, যুবক, মহিলা এবং পরিবারের প্রবীণদের সঙ্ঘের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে জানানো হবে। এছাড়াও, পরিবারকে একত্রিত রাখা, পরিবারের সাথে সময় কাটানো, পরিবারের সাথে একসাথে খাওয়া আর আত্মীয়তা বজায় রাখার মতো হিন্দুত্বের মূল মূল্যবোধ সম্পর্কেও তাদের জানানো হবে এই সফরে।

সঙ্ঘ প্রধানের এই সফরে ২৭ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত আলাদা আলাদা অনেক বৈঠক হবে। এর মধ্যে জয়পুর প্রান্তের খন্ড স্তরের কর্মীরা সংঘের বিভিন্ন স্তরের কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এতে সংঘের শাখা, সংঘ সম্পর্কিত নির্ধারিত কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। সেই সঙ্গে আরএসএস-এর ১০০ বছর পূর্ণ হওয়ার প্রস্তুতির দিকেও নজর দেওয়া হবে। প্রসঙ্গত আগামী ২০২৫ সালে সঙ্ঘ তার শতবর্ষ পূর্ণ করতে চলেছে।

সেখানে শতবর্ষে আরএসএস ১০০ বছরে কী কী পরিবর্তন এনেছে তা পর্যালোচনা করা হবে। এতে সামাজিক সম্প্রীতি, পরিবেশ, গ্রামের উন্নয়ন, গরুর সেবাসহ সব বিষয়ে ১০০ বছরে কী কী পরিবর্তন আনা হয়েছে তা নিয়েও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।

©souvik dutta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.