জাতীয় দলের অন্যতম সেরা মিডিও গ্লেন পিটার মার্টিন্সকে (Glan Martins) দীর্ঘেমেয়াদি চুক্তিতে নিল মোহনবাগান (Mohun Bagan)। দু ‘ বছর আগে সবুজ মেরুন জার্সিতে কলকাতায় খেলে গিয়েছিলেন তিনি। তার পরে গ্লেন সই করেছিলেন এফসি গোয়ায়।
সেখান থেকেই সাড়ে তিন বছরের চুক্তিতে তাঁকে নেওয়া হয়েছে জুয়ান ফেরান্দোর দলে। মঙ্গলবার থেকেই অনুশীলনে নামছেন গ্লেন। শনিবার মোহনবাগানের গুরুত্বপূর্ণ ম্যাচ ওড়িশা এফসি-র বিরুদ্ধে। তার প্রস্তুতি মঙ্গলবার থেকেই শুরু করছেন পেত্রাতোসরা। কোচের সিদ্ধান্তে ক্লোজ ডোর অনুশীলন হবে প্রতিদিন। গোয়ার হয়ে আইএসএলে নিয়মিত খেলা গ্লেন মোহনবাগানে যেগ দেওয়ায় মাঝমাঠের শক্তি বাড়ল সবুজ-মেরুন মাঝমাঠের। গ্লেন যোগ দেওয়ার দিনেই ছেড়ে দেওয়া হল লেনি রডরিগেজকে।
এদিকে মোহনবাগান এই মুহূর্তে লিগ তালিকায় চার নম্বরে। গত শনিবার চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচ ছিল মোহনবাগানের। সেই ম্যাচে একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু গোলের সুযোগ তৈরি করলেও কাজের কাজ করতে পারেননি মোহনবাগান ফুটবলাররা।
লিগ তালিকায় এই মুহূর্তে একনম্বরে মুম্বই সিটি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে হায়দরাবাদ ও কেরল ব্লাস্টার্স।
এদিকে চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচ ড্র হওয়ায় মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো বলেছেন, ”মোহনবাগান বড় ক্লাব। এখানে খেলা মানেই বাড়তি চাপে থাকা। এই ক্লাবে জয় ছাড়া অন্য অন্য কোনও ফলাফলের জায়গা নেই, যেটা ফুটবলারদের কাজ কঠিন করে তোলে। মোহনবাগানে জয় ছাড়া দ্বিতীয় কোনও বিকল্প নেই।” চেন্নাইয়িন ম্যাচ এখন অতীত। সেই ম্যাচের ফলাফল ভুলে ফেরান্দো পাখির চোখ করছেন শনিবারের ওড়িশা ম্যাচ।