বজবজে জুট মিলে বিধ্বংসী আগুন, তীব্র আতঙ্ক এলাকায়

 বজবজ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলদা রোডে বজবজ জুট মিলে ভয়াবহ আগুন। সোমবার বিকেল পৌনে চারটে নাগাদ কালো ধোঁয়ায় ঢেকে যায় মিল চত্বর। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় দমকলের ১০ টি ইঞ্জিন। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও আয়ত্তে আসেনি আগুন।

শ্রমিক সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে জুট মিলের ভিতর শ্রমিকরা কেউ ছিলেন না। তবে বাইরে মালপত্র খালাসের কাজ চলছিল। হঠাৎই তাঁরা মিলের ভিতর আগুনের লেলিহান শিখা দেখতে পান। মূহুর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিপাশ। শ্রমিকদের চিৎকারে আশপাশ এলাকা থেকে বহু মানুষ ওই জুট মিলের সামনে হাজির হন। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলকে। শ্রমিকরা নিজেরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তাতে লাভ হয়নি। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে।

প্রথমে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি আগুন আয়ত্তে আসেনি। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। দক্ষিণ ২৪ পরগনার অগ্নি নির্বাপক আধিকারিক টি. কে. দত্ত জানান, মোট দশটি ইঞ্জিন এবং দুটি পাম্পের সাহায্যে আগুন সম্পূর্ণভাবে নেভানোর চেষ্টা চলছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে এসময় আবহাওয়ার কারণে জুটমিলে আগুন লাগার ঘটনা খুবই স্বাভাবিক। জানা গিয়েছে, ওই জুটমিলে আইন অনুযায়ী অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা থাকার কথা তা থাকলেও কাজ করেনি। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে দমকল জুটমিল কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাইবে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.