Parakram Diwas: পরাক্রম দিবসে আন্দামানের ২১ দ্বীপের নামকরণ, উদ্বোধন জাতীয় স্মৃতি সৌধের মডেল

প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার পরক্রম দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে একটি অনুষ্ঠানে আন্দামান ও নিকোবরের ২১টি বড় নামবিহীন দ্বীপের নাম পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্তদের নামে রাখা হবে।

২৩ জানুয়ারী নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী প্রতি বছর ‘পরক্রম দিবস’ হিসাবে পালিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে, ২০১৮ সালে এই দ্বীপ সফরের সময় প্রধানমন্ত্রীর রস দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপ রাখা হয়েছিল। নীল দ্বীপ এবং হ্যাভলক দ্বীপের নামকরণ করা হয়েছে শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ নামে’।

প্রধানমন্ত্রী, সোমবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নামকরণ অনুষ্ঠানে অংশ নেবেন। নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপে নির্মিত নেতাজিকে উৎসর্গ করা জাতীয় স্মৃতিসৌধের মডেলও উন্মোচন করবেন তিনি।

সর্ববৃহৎ নামহীন দ্বীপের নামকরণ করা হবে প্রথম পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্ত মেজর সোমনাথ শর্মার নামে, যিনি ৩ নভেম্বর, ১৯৪৭ সালে শ্রীনগর বিমানবন্দরের কাছে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের সরিয়ে দেওয়ার সময় অ্যাকশনে শহীদ হন। বদগামের যুদ্ধের সময় তার বীরত্ব ও আত্মত্যাগের জন্য তাকে মরণোত্তর পরম বীর চক্রে ভূষিত করা হয়।

দ্বিতীয় বৃহত্তম নামবিহীন দ্বীপের নামকরণ করা হবে দ্বিতীয় পরম বীর চক্র পুরস্কার প্রাপক, সুবেদার এবং অনারারি ক্যাপ্টেন (তৎকালীন ল্যান্স নায়েক) করম সিংয়ের নামে। তিনি ১৯৪৭ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পরম বীর চক্র অর্জন করেছিলেন যেখানে তিথওয়াল সেক্টরের নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ হয়েছিল।

পিএমও বলেছে যে দেশের বাস্তব জীবনের নায়কদের যথাযথ সম্মান দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টার অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় উল্লেখ করেছে, ‘এই পদক্ষেপটি হবে আমাদের বীরদের প্রতি চিরন্তন শ্রদ্ধাঞ্জলি, যাদের মধ্যে বেশ কয়েকজন দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছিলেন’।

২১ জন পরম বীর চক্র পুরস্কার প্রাপক, যাদের নামে দ্বীপগুলির নামকরণ করা হবে, তারা হলেন মেজর সোমনাথ শর্মা; সুবেদার এবং অনারারি ক্যাপ্টেন (তখন ল্যান্স নায়েক) করম সিং, এমএম; ২য় লেফটেন্যান্ট রমা রাঘোবা রানে; নায়ক যদুনাথ সিং; কোম্পানি হাবিলদার মেজর পিরু সিং; ক্যাপ্টেন জিএস সালারিয়া; লেফটেন্যান্ট কর্নেল (তৎকালীন মেজর) ধন সিং থাপা; সুবেদার জোগিন্দর সিং; মেজর শয়তান সিং; সিকিউএমএইচ আবদুল হামিদ; লেফটেন্যান্ট কর্নেল আরদেশির বুর্জরজি তারাপোরে; ল্যান্স নায়েক আলবার্ট এক্কা; মেজর হোশিয়ার সিং; ২য় লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল; ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং সেখন; মেজর রামস্বামী পরমেশ্বরন; নায়েব সুবেদার বানা সিং; ক্যাপ্টেন বিক্রম বাত্রা; লেফটেন্যান্ট মনোজ কুমার পান্ডে; সুবেদার মেজর (তখন রাইফেলম্যান) সঞ্জয় কুমার; এবং সুবেদার মেজর অবসরপ্রাপ্ত (অনারারি ক্যাপ্টেন) গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.