সামনেই পঞ্চায়েত ভোট। ভোটের আগে শুরু হয়েছে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। তার মধ্যেই তৃণমূলে ভাঙন ধরাল পদ্ম শিবির। শুক্রবার উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের রনঘাট পঞ্চায়েতে বিজেপির অস্থায়ী মঞ্চ থেকে চারশোর বেশি তৃণমূল কর্মী সমর্থক তুলে নিলেন পদ্মফুলের পতাকা।
বাগদা ব্লকের রনঘাট পঞ্চায়েতের তৃণমূল সদস্য শান্তনা মন্ডলের নেতৃত্বে প্রায় ৪০০ কর্মী সমর্থক নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। শুক্রবার বিকেলে রনঘাট পঞ্চায়েত এলাকায় একটি অস্থায়ী মঞ্চ থেকে তৃণমূল সদস্য শান্তনা মন্ডল বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্বের হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন। যোগদান শেষে শান্তনা মন্ডল জানান, মূলত তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, পঞ্চায়েতের দুর্নীতি সহ একাধিক অভিযোগের কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া। তিনি বলেন, গত সাড়ে চার বছর ধরে তৃণমূলের সঙ্গে কাজ করে নিজের এলাকায় কোনো উন্নয়ন করতে পারিনি। কাজ করতে গেলেই নেতাদের বাধা পেতে হয়েছে। আমি মানুষের জন্য কাজ করতে নেমেছি, সেটাই যদি না হয় তাহলে দলে থেকে লাভ কি?
বাগদার পূর্বব্লকের তৃণমূলের সভাপতি পরিতোষ সাহা বলেন, ওই অঞ্চলটি সীমান্তবর্তী এলাকা। শান্তনাদেবীর স্বামী সহ এলাকার বিজেপি নেতারা চোরাকারবারীর সঙ্গে যুক্ত। আমরা আগেই আঁচ পেয়েছিলাম। ওই পরিবারকে সাবধানও করেছিলাম। ওরা ভেবেছে বিজেপিতে গেলে সব কিছু মাপ হয়ে যাবে তাই বিজেপির দলে নাম লিখিয়েছে।