অস্ট্রেলিয়ায় ঘটল হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে অস্ট্রেলিয়ার মেলবর্নের মিলপার্ক এলাকায়। অনুমান করা হয়েছে এই ঘটনার পিছনে ভারত বিরোধী সংগঠনের সদস্যদের হাত রয়েছে।
প্রথম হামলার ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবর্নের মিলপার্কে অবস্থিত বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরে। ভাঙচুরের পরে উক্ত হিন্দু মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। এই স্লোগানের ভিত্তিতেই অনুমান মন্দির হামলার পিছনে কোনো ভারত বিরোধী সংগঠন দায়ী।
এক সপ্তাহও পেরোয়নি দ্বিতীয় হামলার ঘটনা ঘটতে দেখা গেল অস্ট্রেলিয়ায়। দ্বিতীয় ঘটনাটি চলতি সপ্তাহে সোমবারে ঘটে বলে দাবি করা হয়েছে। তবে, এই হামলার খবরটি প্রকাশ্যে আসে বুধবারে। ভিক্টোরিয়া প্রদেশের প্রাচীন শ্রী শিব বিষ্ণু মন্দিরে। থাই পোঙ্গল উৎসবের অংশ হিসেবে দেবতার দর্শনের জন্য মন্দিরে স্থানীয় তামিল হিন্দুরা উপস্থিত হলে তাঁদের চোখে পড়ে মন্দির ভাঙচুরের ঘটনাটি।