ইংল্যান্ডের আদালত আগেই অনুমতি দিয়েছিল। এবার অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারীকে ভারতে প্রত্যার্পণের নির্দেশ দিলেন ব্রিটিশ স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্রেভারম্যান। এর ফলে ইউপিএ জমানায় প্রতিরক্ষাক্ষেত্রে ৪০০ কোটি টাকা জালিয়াতিতে অভিযুক্ত সঞ্জয়কে ভারতে ফেরানো এখন সময়ের অপেক্ষা মাত্র।
প্রতিরক্ষা দুর্নীতিতে অভিযুক্ত সঞ্জয়ের সঙ্গে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার দহরম মহরম রয়েছে বলে অভিযোগ। লন্ডনে সঞ্জয়ের কাছ থেকে সস্তায় বাংলো কিনেছিলেন রবার্ট, এমন দাবি ওঠে। যদিও এই দাবি অস্বীকার করেছেন প্রিয়াঙ্কার স্বামী।
ইংল্যান্ডের আদালতে ভারত সরকারের তরফে সঞ্জয়ের বিরুদ্ধে মামলা লড়ছিল ইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ইউপিএ জমানায় প্রতিরক্ষাক্ষেত্রে চুক্তির জন্য ৪০০ কোটি টাকা বিদেশি সংস্থার কাছে পেয়েছিলেন তিনি। বিদেশে গা ঢাকা দিয়েছিলেন। দুবাইতে একাধিক সংস্থার সঙ্গে অবৈধ লেনদেন করেন বলেও অভিযোগ।
লন্ডনের ওয়েস্ট মিনস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে এই বিচারপ্রক্রিয়াই চলেছে। গত নভম্বরে অভিযুক্তকে প্রত্যার্পণের অনুমতি দেয় আদালত। এবার ব্রিটিশ স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্রেভারম্যান সঞ্জয়কে ভারতে ফেরানোর ব্যাপারে সবুজ সঙ্কেত দেওয়া ইডির জন্য বড় জয়।
উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা ভোটের আগেভাগে সঞ্জয়ের স্বদেশে প্রত্যার্পণে চাপে পড়তে পারে কংগ্রেস। যেহেতু প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার সঙ্গে পলাতক অস্ত্র ব্যবসায়ীর ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।