রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে নোবেলজয়ীদের কী মত? এজলাসে এই নিয়ে কৌতূহল প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘ওঁরা তো অনেক বিষয়েই নানা মন্তব্য এবং মতামত জানিয়ে থাকেন। আমার কৌতূহল, স্কুলে নিয়োগে দুর্নীতি নিয়ে এই সব মহান, স্বীকৃত শিক্ষাবিদদের পর্যবেক্ষণ কী’?
মহান, স্বীকৃত শিক্ষাবিদ বলতে বিচারপতি কাদের বোঝাতে চাইছেন? কোনও রাখঢাক না রেখে নিজেই স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বলেছেন, তিনি বাংলার দুই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলতে চাইছেন।
তিনি বলেন, ‘স্কুলে নিয়োগে এত বড় দুর্নীতি হল। কী বলছেন নোবেল জয়ীরা? অর্মত্য সেন রয়েছেন, যিনি প্রতীচী ট্রাস্ট গড়ে শিক্ষা নিয়ে কাজ করছেন। নোবেলজয়ী বিনায়ক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমার জানতে ইচ্ছা করছে এঁরা কী বলছেন এ বিষয়ে? এই সব মহান, স্বীকৃত শিক্ষাবিদদের এ ব্যাপারে পর্যবেক্ষণ কী? ’
0সম্প্রতি অমর্ত্য সেন মন্তব্য করেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে।’ বিচারপতি যে নোবেলজয়ীদের মন্তব্যের দিকে ইঙ্গিত করেছেন তা কী এই মন্তব্য? যদিও সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তবে রাজনীতিবিদদের মতে বিচারপতির ইঙ্গিত সে দিকেই।