অর্থনৈতিক সংকটে ধরাশায়ী শ্রীলঙ্কা। ধ্বংসের কিনারে দাঁড়িয়ে ধুঁকছে পাকিস্তান। এবার এই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। নীল নদের দেশ মিশর।
মুদ্রাস্ফীতিতে জেরবার ইজিপ্ট। নেই খাবার, নেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। মিশরবাসীর জন্য বরাদ্দ ৩ ব্যাগ চাল, ২ বোতল দুধ, এক বোতল তেল। অথচ এই গভীর সংকটের মুহুর্তেও দেদার খরচ হচ্ছে মসজিদ তৈরি করতে।
অর্থনৈতিক পরিসংখ্যান বলছে বিগত এক বছরে মুদ্রাস্ফীতি বেড়েছে প্রায় ৩ গুণ। ২০২১ সালের নভেম্বরে মিশরের মুদ্রাস্ফীতি ছিল ৬.২ শতাংশ। ২০২২ সালে এই হার বৃদ্ধি পেয়ে হয়েছে ১৯.২ শতাংশ।
কিন্তু অবাক করা বিষয় হল, মিশরের বর্তমান রাষ্ট্রপতি আব্দুল ফতেহ এল-সিসি সরকার গঠনের পর থেকে গোটা দেশ জুড়ে নতুন তৈরি অথবা সংস্কার হচ্ছে ৯৬০০টি মসজিদ। যার আর্থিক মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা।
মহমৌদ আব্দো নামে কায়রোর বাসিন্দা বছর কুড়ির এক যুবক জানান, ‘আমার বাড়ির বারান্দা থেকে একই সঙ্গে ৫টি মসজিদের আজান শোনা যায়। এই অর্থনৈতিক সংকটের মুহুর্তে ধর্মীয় কারণে এত খরচ করার যৌক্তিকতা কোথায়? ’