১৬ শতকের মসজিদ। তৈরি করেছিলেন আফগান আক্রমণকারী শেরশাহ সুরি। রাস্তা চওড়া করতে অসুবিধা হওয়ায় সেই মসজিদটাই ভেঙে গুঁড়িয়ে দিল যোগী সরকার।
মসজিদটি সরাতে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় প্রয়াগরাজ প্রশাসন। প্রশাসনের তরফে হাইকোর্টে জানানো হয় যে সায়দাবাদ বাজারে অবস্থিত মসজিদটি সরকারি জমির উপরে নির্মিত। রাস্তা চওড়া করতে সেটি ভেঙে ফেলার অনুমতি দেওয়া হোক।
এলাহাবাদ হাইকোর্টের অনুমতি পাওয়ার পরই গত ৯ জানুয়ারি বেআইনি মসজিদটি ভেঙে ফেলা হয়। তারপরই মসজিদটি ভেঙে ফেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মসজিদ ভাঙ্গা নিয়ে নানরকম গুজব ছড়িয়ে পড়ে।
কিন্তু সেসব গুজবের অবসানে প্রয়াগরাজ প্রশাসন জানায় যে মসজিদটি আসলে পিডব্লিউডি দফতরের জমিতে নির্মিত। রাস্তা চওড়া করতে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাই হাইকোর্টের অনুমতি নিয়ে ভেঙে ফেলা হয়েছে।