খাস কলকাতা থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকা। ব্যবধান ছিল মাত্র ১৫-১৬ দিনের। এরমধ্যেই আবার পাওয়া কলকাতায় পাওয়া গেল ‘যকের ধন’। এই মামলায় এখনও পর্যন্ত মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। মহানগরীর বুকে এই ধরণের ঘটনা বারংবার ঘটায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে শহর জুড়ে।
গোপন সূত্রে খবর পেয়ে বউবাজার থানার পুলিশ আধিকারিক ও লালবাজারের গোয়েন্দারা যৌথ অভিযান চালান। এই অভিযানেই বউবাজার এলাকার গণেশচন্দ্র অ্যাভিনিউ এলাকা থেকে পাকড়াও করা হয় অমিত কুমার দে ও রাজেশ মল্লিককে। জানা গেছে, ধৃতিদের বাড়ির ঠিকানাও। অমিত কুমার দে যেখানে ক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের বাসিন্দা বলে জানা গেছে। সেখানে রাজেশ মল্লিক পূর্ব কলকাতা তপসিয়ার পিকনিক গার্ডেনের বাসিন্দা বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, ধৃত অমিত কুমার দে ও রাজেশ মল্লিক বউবাজার এলাকার গণেশচন্দ্র অ্যাভিনিউ এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময়েই পুলিশের নজরে পড়ে ধৃতরা। এই অবস্থায় পুলিশ তাদের ব্যাগে তল্লাশি চালালেই ব্যাগ থেকে উদ্ধার করেন ৫০ লক্ষ টাকা।