ভারতে আইফোনের উৎপাদন আগের তুলনায় দিনের পর দিন বেড়ে চলেছে। কিন্তু, এখনও পর্যন্ত অ্যাপল সংস্থা চীনের উপরে বেশ ভালোই নির্ভরশীল। এখনও পর্যন্ত চীনে তৈরি হয় আইফোন প্রো সিরিজের বহু ফোনই। এই অবস্থায় প্রকাশ্যে এলো আইফোন সংস্থা অ্যাপল সংক্রান্ত বড়ো খবর। জানা গেছে, উক্ত মার্কিন সংস্থা এবার চীনের উপর নির্ভরশীলতা আরও কমাতে যাচ্ছ
করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চীনে বিগত সময়ে কড়া লকডাইন জারি করা হয়েছিল। এই অবস্থায় চীনের শূন্য কোভিড নীতির জেরে বারংবার ব্যাহত হয় অ্যাপেলের উৎপাদন। এই পরিস্থিতি থেকে বেরোতে এবার চীনের উপর থেকে নির্ভরতা কমাতে চাইছে আইফোন সংস্থা।
সম্প্রতি একটি বিশেষ রিপোর্ট প্রকাশিত হয়েছে চলতি বছরে জানুয়ারি মাসে। প্রকাশ্যে আসা উক্ত রিপোর্ট অনুযায়ী, বর্তমানে পুরো বিশ্বের মোট আইফোনের ৫ শতাংশ ভারতে উৎপাদিত হয়। এই উৎপাদনের পরিমাণই ২০২৫ সালের মধ্যে ২৫% বাড়বে এবং ২০২৭ সালে তা বেড়ে ৫০% হয়ে যাবে।