খোদ দিল্লির মহিলা কমিশনের প্রধানের শ্লীলতাহানি! ২০ কিমি টেনে হিঁচড়ে নিয়ে গেল মাতাল চালক

দিল্লির বুকে ঘটল ভয়াবহ ঘটনা। মদ্যপ গাড়ি চালকের কার্যকলাপের জেরে দূর্ঘটনার মুখে পড়লেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। একদিকে তাঁকে শ্লীলতাহানির শিকার হতে হয়। আবার, অপরদিকে, গাড়িতে আটকে থাকা অবস্থায় গাড়ি চলতে শুরু করলে দুর্ঘটনার শিকার হন স্বাতী। অভিযোগ করা হয়েছে, গাড়িটি স্বাতী মালিওয়ালকে টেনে হিঁচড়ে নিয়ে যায়।

ঘটনাটি ঘটে চলতি সপ্তাহে বৃহস্পতিবারে ভোররাতে সোয়া ৩টে নাগাদ এইমস হাসপাতালের দুই নম্বর গেটের উল্টোদিকে অবস্থিত এলাকায়। জানানো হয়েছে, মদ্যপ অবস্থায় এক ব্যক্তি গাড়ি চালিয়ে হঠাৎ তাঁর সামনে এসে দাঁড়ায়। গাড়ি চালক তাঁকে গাড়িতে উঠতে বললে তিনি উঠতে মানা করে দেন। এই অবস্থায় গাড়ির চালক জানালার কাঁচ বন্ধ করে দিলে স্বাতীর হাত আটকে যায়। স্বাতী এইরকমভাবেই রেখে চালক গাড়ি চালিয়ে দেয় প্রায় ১৫-২০ মিনিটের মতো টেনে হিঁচড়ে নিয়ে যায়। অবশেষে, স্বাতী সঙ্গীদের হস্তক্ষেপে বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

এই মামলা পৌঁছে গেছে দিল্লি পুলিশের কাছে। অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। জানা গেছে, উক্ত অভিযুক্ত চালককে ইতিমধ্যে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তের বয়স ৪৭ বছর বলে জানা গেছে এবং অভিযুক্তের পরীক্ষা করার পরে জানা গেছে উক্ত গাড়ির চালক ঘটনার সময় মদ্যপ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.