কেন্দ্রীয় প্রকল্পকে হাতিয়ার করে পঞ্চায়েত ভোটের আগে জলপাইগুড়ির সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগ বাড়াতে চলেছে বিজেপি যুব মোর্চা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বর্ডার ভিলেজ ট্যুর’।
জলপাইগুড়ি জেলার বাংলাদেশ সীমান্তবর্তী চারটি বিধানসভা এলাকায় শুক্রবার থেকে এই অভিযান শুরু হবে বৃহস্পতিবার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানালেন ভারতীয় জনতা যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি পলেন ঘোষ। জেলার ফুলবাড়ি, সদর, মেখলিগঞ্জ ও রাজগঞ্জ বিধায়সভার সীমান্তবর্তী এলাকায় চলবে এই কর্মসূচি। কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা, শৌচাগার নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলি সীমান্ত এলাকার বাসিন্দারা কতটা পেয়েছেন সেই তথ্য জোগাড় করবে দল।
অন্যদিকে সীমান্ত রক্ষা করতে জওয়ানদের সঙ্গে গ্রামবাসীরা একসঙ্গে কাজ করছেন বলে তাঁদেরকেও ধন্যবাদ জানানো হবে দলের পক্ষ থেকে। গ্রামের সুবিধা অসুবিধা কি রয়েছে সমস্ত কিছু নিয়ে ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের সাথে কথা বলবেন বিজেপি নেতা ও সাংসদ। এই মুহূর্তে কেন্দ্রের ১১০ টির বেশি প্রকল্প চলছে। কিন্তু সবগুলি প্রকল্প বর্তমানে রাজ্য সরকারের কারণে একেবারের নীচু স্তর যাচ্ছে না। তাই এই অভিযানের মাধ্যমে সীমান্তবর্তী গ্রামের মানুষদের বার্তা দেওয়া হবে প্রকল্পগুলির মাধ্যমে তারা কি কি সুবিধা পেতে পারেন।
বর্ডার ভিলেজ ট্যুর অভিযানে যুব মোর্চার কেন্দ্র ও রাজ্য স্তরের নেতারা আসবেন বলে জানান বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ। তিনি বলেন, “পাচার সহ সমস্ত কিছু দেখে রিপোর্ট কার্ডে সব তথ্য লিপিবদ্ধ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।”